My Online Diary

Online Journal, Travel Log and Memoirs

About Us

“আমরা প্রতিদিনের তথ্য সাজিয়ে রাখি
সেই তথ্য অন্যের সঙ্গে শেয়ার করি”

আমাদের চারপাশে অসংখ্য তথ্য প্রতি মুহুর্তে তৈরি হচ্ছে।কিছু তথ্য আমরা নিজেরাও তৈরি করছি।এই বিশাল বিশাল তথ্যগুলো মুহুর্তে তৈরী হয়ে মুহুর্তেই হারিয়ে যাচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে স্মৃতিতে, কিছু পত্র-পত্রিকার পৃষ্ঠায়, কিছু বই-পুস্তক-কাগজ-পত্রে, কিছু ছবি ভিডিওতে, কিছু মেইল বক্সে।

প্রতিষ্ঠানিকভাবে অনেক জায়গায় তথ্য রাখা, ষ্টোর করা হলেও আমাদের নিজেদের মূল্যবান তথ্যগুলো রক্ষনা-বেক্ষন করি খুব সাধারনভাবে। অথচ আমাদের নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য, বিগত প্রজন্ম সম্পর্কে জানার জন্য সহ একজন ব্যক্তির সকল দিক তুলে ধরা বা জানার ও জানানোর জন্য এই তথ্যগুলো নিয়মিত সংগ্রহ ও সুন্দরভাবে সাজিয়ে রাখা দরকার।

তাই আসুন- নিজের প্রতিদিনের তথ্যগুলো জমা করি, একটি নির্দিষ্ট জায়গায়- অন্যদের সেগুলো জানাই এবং একই সঙ্গে উদ্বুদ্ধ করি তার নিজের খুঁটিনাটি তথ্যগুলো সাজিয়ে রাখতে----

আপাতত: চারভাবে এই ‘তথ্য’ গুলো সাজিয়ে রাখতে পারিঃ

 (ক) Journal- যে তথ্য আপনি প্রতিদিন তৈরী করছেন। একই সঙ্গে যে তথ্য গুলো আশেপাশে তৈরী হচ্ছে সেগুলো ‘Journal’ এ সুন্দরভাবে সাজিয়ে রাখুন।

 (খ) Travelogue- আমরা প্রায়ই বিভিন্ন জায়গায় শখের বশে, অফিসিয়াল ভিজিট বা অন্যান্য কাজে বিভিন্ন এলাকা ভ্রমণ করি। এই ভ্রমণের খুঁটিনাটি তথ্যগুলো Travelogue এ লিখে রাখতে পারি।

 (গ) Memoirs – আমরা অনেকেই জীবনের অনেকাংশ সময় পেরিয়ে এসেছি। এই দীর্ঘ জীবনে আমরা অনেক তথ্য সৃষ্টি করেছি। আবার স্মৃতিতে অন্যের সৃষ্ট তথ্য জমা হয়ে আছে। আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে এগুলো হারিয়ে যাবে। তাই এগুলো স্মৃতি থেকে বের করে লিখে রাখতে পারি, নিজের জন্য- পরবর্তী প্রজন্মের জন্য-

 (ঘ) Family Archive – আমরা অনেকেই পরিবারের উর্ধ্বতন পুরুষদের সম্পকে জানিনা। আবার অনেকেই এ ব্যাপারে জানি কিন্তু এগুলো লিখে রাখার, সংরক্ষণ করার ব্যবস্থা করি না। এছাড়াও অনেকের পরিবারে পুরোনো দলিল দস্তাবেজ, চিঠিপত্র, বিভিন্ন কাগজপত্র আছে। এগুলোও আমরা Family Archive – এ রাখতে পারি।

উপরের এই তথ্যগুলো আপনি কেবল মাত্র নিজের জন্য সৃষ্টি ও সংরক্ষণ করে রাখতে পারি। আবার গবেষণার জন্য, আলোচনার জন্য উন্মুক্ত করে দিতে পারি।

Sustainable Development Networking Foundation(SDNF)একটি অলাভজনক উন্নয়ন সহায়তাকারী প্রতিষ্ঠান। ICT- কে আধুনিক যোগাযোগের মাধ্যম হিসাবে এর উন্নয়নে SDNF সচেষ্ট রয়েছে। সে কারণে দেশের প্রথম Internet Exchange Point হিসাবে ২০০৪ সালে Bangladesh Internet Exchange (BDIX) প্রতিষ্ঠা করে। যা দেশের তথ্য প্রবাহকে সহজতর করেছে। এছাড়াও বিভিন্ন তথ্যের Depository হিসাবে নিজস্ব একটি “Info Bank” গড়ে তোলার উদ্দ্যোগ গ্রহণ করেছে।

 




Last 10 Posts

কিন্তু আমার রাজ্যের পণ্য চাই!
Posted by: Touhid Uz Zaman
Date of Posting: 2015-12-09
  Read More
Bangladesh
Posted by: Touhid Uz Zaman
Date of Posting: 2015-10-14
  Read More
আমার প্রথম বাংলা পোস্ট এবং ব্রাহ্মী
Posted by: Touhid Uz zaman
Date of Posting: 2014-11-18
  Read More



More