My Online Diary

Online Journal, Travel Log and Memoirs

Frequently Asked Question

.

myInfotreasure কি?

-মূলতঃ এটি একটি কনসেপ্ট এই কনসেপ্ট-এ তথ্যকে সম্পদ হিসাবে বিবেচনা করা হয়। অন্য সকল সম্পদের মত এই সম্পদেরও বৃদ্ধি-করণ প্রয়োজন। এই পেজের মাধ্যমে তথ্য-সম্পদ সৃষ্টি, সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করা যাবে

কিভাবে তথ্য সৃষ্টি হবে?

-এখানে আগ্রহীরা তাদের দিনলিপি লিখবে, স্মৃতি কথা লিখবে, পারিবারিক ইতিহাস লিখবে, ভ্রমণ বিবরণী লিখবে- অর্থাৎ আশেপাশের সকল তথ্যকে সন্নিবেশিত করবে ও এর মাধ্যমে তথ্য সৃষ্টি হবে

তথ্য কিভাবে সংগ্রহ হবে?

-যারা স্মৃতিকথামূলক কিছু বলতে চান, সেই সঙ্গে এটাও চান যে, তাদের লিখা অন্যরাও পড়বে তাদের জন্য কিছু স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে যারা তাদের নিকট থেকে স্মৃতি-তথ্য সমূহ টেপ রেকর্ডারে ধারন ও টাইপ করে এই পেজ-এ রাখবে।  

তথ্য বিনিময় কিভাবে হবে?

-যাদের গবেষণা মূলক বই-পুস্তক, থিসিস আছে তারা এই পেজ এর মাধ্যমে অর্থমূল্যে অন্যকে ডাউনলোড করতে দেয়ার মাধ্যমে তথ্য বিনিময় হবে

-ইনফোক্লাব এর তথ্য দ্বারা ই-বুক তৈরী করা হবে সেগুলোও অন্যান্য ইনফোক্লাব এর মধ্যে বিনিময় হবে

-এছাড়াও একাডেমিক ও গবেষণার কাজে পারিবারিক ইতিহাস দিনলিপি,ভ্রমণ বিবরণীর তথ্য ব্যবহার করা যাবে

৫। তথ্য সংরক্ষণ করা হবে কিভাবে?

-সর্াধুনিক প্রযুক্তিতে নিরাপদভাবে এই তথ্যগুলো সংরক্ষণ করা হবে।

৬।এই তথ্যের উপর লেখকের বা পেজ কর্পক্ষের অধিকার কি রকম?

-লেখক, তথ্য সংগ্রহকারী বা তথ্য আপলোডকারী প্রথমেই ঠিক করে নেবেন তাঁর তথ্য সমূহ উন্মুক্ত থাকবে না পেজ করতপক্ষি কেবলমাত্র সংরক্ষণ করবে

নিবন্ধন

নিবন্ধন করা কি বাধ্যতামূলক?

-পড়ার বা মন্তব্য করার জন্য নিবন্ধন করার প্রয়োজন নেইতবে লিখার জন্য তথ্য আপলোড করার জন্য নিবন্ধন করতে হবে

নিবন্ধনের জন্য কোন অর্থ দিতে হবে?

-নাএটা সম্পূর্ ফ্রী

Input

আমি কি বাংলা ইংরেজী উভয় ভাষাতেই লিখতে পারবো?

-হ্যাঁ

এর জন্য কি পৃথক পৃথক নিবন্ধন প্রয়োজন আছে?

-না

লিখার জন্য অনেকগুলো ফিল্ড আছেআমাকে কি প্রতিবার সকল ফিল্ডই পূরণ করতে হবে?

-নাকিন্তু, তারকা চিহ্নিত ফিল্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে

কতগুলো লিখা আমি একদিনে যোগ করতে পারি?

-যতগুলি সম্ভব তবে একবারে ছবিসহ মোট ১০ মেগাবাইটের বেশী আপলোড হবে না

। কিভাবে লিখা সন্নিবেশিত করবো?

-প্রথমে নিবন্ধন করে Write লিখা মেনুতে যেতে হবে। এরপর অপশন বেছে নিতে হবে। অর্থাৎ কোনটাতে লিখবেন বা আপলোড করবেন- জার্নাল, ট্রাভেলগ, মেমোয়ার্ বা ফ্যামিলি আর্কাইভ।

এরপর সেই অপশনে যেয়ে পরবর্ী ধাপ সমূহ অনুসরণ করতে হবে।

Infoclub

Infoclub কি?

-ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সচেতন নাগরিকদের একটি যৌথ সংগঠন

Infoclub-এর কাজ কি?

বিভিন্ন প্রকারের তথ্য একত্রিত করা, তথ্য প্রতিযোগিতার আয়োজন করা, সংগৃহীত তথ্যের উপর ই-বুক তৈরী করা

ইনফোক্লাব এর উদ্দেশ্য কি?

-আগামী প্রজন্মকে তথ্য সংগ্রহ ও সংরক্ষণে সচেতন করার মাধ্যমে একটি তথ্য প্রজন্ম-Info Generation গড়ে তোলা

ইনফোক্লাব এর জন্য কি কোন রেজিষ্ট্রেশন প্রয়োজন আছে?

-নাএটি ছাত্র-ছাত্রী, শিক্ষক, সচেতন নাগরিকরা স্বতঃস্ফুর্ভাবে গড়ে তুলবে প্রতিযোগিতার আয়োজন করবে, সংগৃহীত তথ্য দিয়ে ই-বুক তৈরী করবে প্রয়োজনে এই ই-বুক প্রকাশের জন্য পেজ-এ প্রেরণ করবে

ইনফোক্লাব এর কোনো নিয়ম-কানুন আছে?

-হ্যাঁ, নিয়ম-কানুন খুব সরল এগুলো পেজ এ দেয়া আছে এখানে

Oral History Project

Oral History Project-কি?

-এটা মূলতঃ স্মৃতিচারন মূলক আলোচনা শ্রুতিলিখনের মাধ্যমে সংগ্রহ করা হয়

এই প্রজেক্টে যোগদানের নুন্যতম যোগ্যতা কি?

-আগ্রহ, টেপ রেকর্ডারে,

 কম্পিউটারে টাইপের দক্ষতা হচ্ছে নুন্যতম যোগ্যতা

যোগদানের পর কি করতে হবে?

-একজন অভিজ্ঞ বয়স্ক ব্যক্তির জীবনের বিভিন্ন বা নির্দিষ্ট কোন অভিজ্ঞতাকে রেকর্ড ও টাইপ করে পেজ এর Memories-এর অংশে প্রকাশের জন্য প্রেরণ করতে হবে

এর ফলে কি কোন পারিশ্রমিক দেয়া হয়?

-নাএটি সম্পূর্ স্বেচ্ছামূলক কাযক্রম।

৫। এই তথ্যগুলো পরবর্তীতে কি করা হবে?

-তথ্যগুলো একাডেমিক প্রয়োজনে বা গবেষণার জন্য উন্মুক্ত রাখা হবে।



Last 10 Posts

কিন্তু আমার রাজ্যের পণ্য চাই!
Posted by: Touhid Uz Zaman
Date of Posting: 2015-12-09
  Read More
Bangladesh
Posted by: Touhid Uz Zaman
Date of Posting: 2015-10-14
  Read More