My Online Diary

Online Journal, Travel Log and Memoirs

যাযাবর অমনিবাস


Binoy Mukhapadyay (যাযাবর)

যাযাবর অমনিবাস

যাযাবর

প্রকাশকের নিবেদন

দ্বিতীয় মহাযুদ্ধের পরে বাংলা সাহিত্যে যাযাবরের অবির্ভাবি একটি স্মরণীয় ঘটনা লেখকের প্রথম বই দৃষ্টিপাত প্রকাশিত হওয়া মাত্রই বাঙালী শিক্ষিত সমাজে যে আলোড়নের সৃষ্টি হইয়াছিল তাহা যেমন বিস্ময়কর তেমনি অভুতপূর্ব সেকালের বিমুগ্ধ পাঠক সম্প্রদায়ের মধ্যে অনেকে আজও  এই বই-এর অনেক লাইন, অনেক অংশ স্মৃতি হইতে উদ্ধৃত করিতে পারেন বস্তুতঃ এক নতুন গদ্যরীতি অভিনব রচনা-শেলীর চমৎকারিত্বে দৃষ্টিপাত বাংলা রম্যরচনার ক্ষেত্রে Trend-setter-পথিকৃতের আসন দখল করিয়া রহিয়াছে

তাহার পরে বিভিন্ন সময়ের ব্যবধানে গ্রন্থকারের আরও চারখানা বই প্রকাশিত হইয়াছে একখানা উপন্যাস একখানা ইতিহাসভিত্তিক রাজনৈতিক চিত্র তৃতীয়টি স্যাটায়ার হিউমার জড়িত প্রবন্ধ সমষ্টি এবং চতুর্থ বইটি ছোট বড় গল্প সংগ্রহ প্রত্যেকটি ভিন্ন স্বাদের সংযুক্তি বিষয়বস্তু-form এবং content-এর দিক দিয়া প্রত্যেকটিই স্বতন্ত্র জনৈক বিদগ্ধ সমালোচক বলিয়াছেন যে অত্যন্ত পরিমিত লেখা এবং একই ধরনের লেখার পুনরাবৃত্তি না করা যাযবরের সাহিত্য-কর্মের একটি লক্ষণীয় বৈশিষ্ট

যাযাবর অমনিবাসে লেখকের এযাবত পুস্তকাকারে প্রকাশিত সমুদয় রচনা একত্র সংগৃহীত হইল ইহা ছাড়া আরও  কিছু লেখা সাময়িক, পত্র-পত্রিকার পৃষ্ঠায় বিক্ষিপ্ত রহিয়াছে ভবিষ্যতে সেগুলি গ্রন্থাকারে মুদ্রিত হওয়ার পরে অমনিবাসের পরবর্তী মুদ্রণে সংযোজনের ইচ্ছা আছে গ্রন্থাকারে প্রকাশের অনুক্রম অনুসারে বিভিন্ন গ্রন্থ অমনিবাসে সন্নিবিষ্ট হইল সেই ক্রমান্বয় অনুযায়ী অমনিবাসে সর্ব প্রথমে দৃষ্টিপাত সর্বশেষ হ্রস্ব দীর্ঘ স্থান পাইয়াছে বর্তমান গ্রন্থের শেষ অধ্যায় গ্রন্থ-পরিচিতিতে প্রত্যেকটি বই-এর প্রথম প্রকাশকাল উল্লেখিত হইলযাযাবর বাংলাভাষায় ক্রিকেট-সাহিত্যের জনক স্বনামে রচিত খেলার রাজা ক্রিকেট পর্যায়ের বইগুলি শুধু বাংলা নহে, তামিল, তেলেগু, গুজরাটি, হিন্দী ইত্যাদি যে কোনো ভারতীয় ভাষার ক্ষেত্রেও ক্রিকেট সম্পর্কে সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থ উহাতে যাঁরা খেলেন তাঁরা পাবেন খেলা শেখার নির্দেশ, যাঁরা খেলা দেখেন তাঁরা পাবেন খেলা বোঝার সংকেত আর যাঁরা খেলেন না এবং খেলা দেখেনও না তাঁরা পাবেন সাহিত্যে নুতন বিষয়বস্তুর সন্ধান

ক্রিকেট সংক্রান্ত বইগুলি রসের বিচারে যাযাবর নামে লিখিত গ্রন্থগুলি হইতে ভিন্ন গোত্রের এই কারণে সেগুলি অমনিবাসে ছাপা হইল না ক্রিকেট সম্পর্কে গ্রন্থাকারে প্রকাশিত বইগুলি বিভিন্ন মাসিক, দৈনিক সাপ্তাহিক ছাপা প্রবন্ধ-সমূহ ভবিষ্যতে একটি পৃথক গ্রন্থাবলীতে প্রকাশের অপেক্ষায় রহিল

প্রকাশক



Last 10 Posts/h3

Bangladesh
Posted by: Touhid Uz Zaman
  Read More
This is my first memoirs
Posted by:
  Read More
This my Second Memoirs
Posted by:
  Read More
My Memoiars
Posted by:
  Read More

More