My Information Treasure

Online Journal, Travelog and Memoirs

Write Memoirs

আমরা প্রত্যেকেই সামাজিক জীব। এই সমাজের মধ্যে নানান ধরনের তথ্য চারপাশে সবসময় ঘুরপাক খাচ্ছে। কিছু তথ্য আবার আমরাও সৃষ্টি করছি। এই সকল তথ্য সবসময় যে আমাদের একারই কাজে লাগে তা নয়। অন্যদের প্রয়োজন পড়ে।

এই ক্ষুদ্র ক্ষুদ্র তথ্যগুলো একত্রে সুন্নিবেশিত হয়ে বৃহৎ আকারে শুধু সামাজিক ইতিহাস তৈরি করছে তা নয় এর মধ্যে জড়িয়ে রয়েছে আমাদের আবেগ, আশা, নিরাশা, আনন্দ, দুঃখ, বেদনা। অর্থাৎ চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশ।

একটি জীবনে এই হিসাব-নিকাশ হতে পারে ব্যাপক, শিক্ষামূলক, অন্যের জন্য উদাহরণ। এই হিসাব-নিকাশের তথ্যগুলো যারা লিপিবদ্ধ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিভাবে লিখবেন, কি লিখবেন, কেন ও কোথায় প্রকাশ করবেন এ ব্যাপারে আলোচনা করতে পারেন। এ ব্যাপারে নিয়মিত ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপে যোগ দিয়ে আপনার তথ্যগুলো কিভাবে সন্নিবেশিত করবেন সে ব্যাপারে সহায়তা নিতে পারেন।


Last 10 Posts

কিন্তু আমার রাজ্যের পণ্য চাই!
Posted by: Touhid Uz Zaman
Date of Posting: 2015-12-09
  Read More
Bangladesh
Posted by: Touhid Uz Zaman
Date of Posting: 2015-10-14
  Read More